
বাংলা প্যারিস ওয়ার্ল্ড রিপোর্ট: ২৫/০১/২০২০
ফ্রান্সের মূলধারার রাজনীতিতে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ,বহু কাঙ্খিত পথ চলা শুরু হয়েছে। এ বছর ফ্রান্সে স্থানীয় সরকার(মিউনিসিপ্যাল)নির্বাচনে বাংলাদেশী সন্তান নয়ন এনকে Vigneux sur seine এলাকা থেকে কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন।
La France Insoumise (LFI) দলের হয়ে তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি জানান যে, তার কাউন্সিলর পদে নির্বাচন করা নিশ্চিত। তবে তিনি চেষ্টা করছেন ডেপুটি মেয়র হিসেবে দলের মনোনয়ন লাভের।
নয়ন এনকে Vigneux sur seine শহরের দলীয় দায়িত্ব পালন করছেন এবং সেখান থেকেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাংলাদেশ থেকে দশ বছর বয়সে ফ্রান্সে আসা নয়ন কিয়াং এখন ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় Université Paris Est Marne-la-Vallée ক্যাম্পাসের Management Department এর International Transport বিষয়ের প্রভাষক । গত বছরই মাস্টার্স শেষ করে তিনি শিক্ষক হিসেবে যোগদান করেছেন। তিনি ফ্রান্সের সরকারি বিভিন্ন শাখায় যেমন, OFII, OFPRA, Prefecteur, Hopital প্রভৃতি স্থানে দোভাষী হিসেবে কাজ করেন।
মানিকগঞ্জের সন্তান নয়ন International Business Management এবং Conseil Etudes et Recherche এর ওপর ডাবলমাস্টার্স সম্পন্ন করেছেন।
নয়ন এনকের নির্বাচনে অংশগ্রহন বাংলাদেশী কমিউনিটিকে ফরাসী মূলধারার সাথে আরও বেশী করে পরিচয় করিয়ে দিবে।