
বাংলা প্যারিস ওয়ার্ল্ড_০৮/১২/২০১৯
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্স “দাবা টুর্নামেন্ট ২০১৯” এর আয়োজন করেছে।
আগামী ২২/১২/২০১৯ ইংরেজী রবিবার দুপুর- ০২:০০টায় 16 rue Verdun 93350 le Bourget তে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এন্ট্রি ফি ১৫ ইউরো নির্ধারণ করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে খেলা শুরু হওয়ার অন্ততঃ দুই দিন পূর্বে “দাবা টুর্নামেন্ট ২০১৯” এর আয়োজকদের সাথে যোগাযোগ করে আপনার নিবন্ধন নিশ্চিত করার জন্য বলা হয়েছে। উল্লেখ্য: খেলা নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। বাংলা ভাষাভাষী যে কেউ অংশগ্রহণ করতে পারবে। খেলার সমাপ্তি পর্বে বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
যোগাযোগঃ হেলাল আহম্মেদ (সাংগঠনিক ও ক্রীড়া সম্পাদক ) মোবাইল নাম্বারঃ 06 19 51 61 89 . ছুটন
(সহ ক্রিড়া সম্পাদক) 0751170099 ও আমানুল্লাহ ভূইয়া রাজিব মোবাইল: 07 54 43 15 51.
