
বাংলা প্যারিস ওয়ার্ল্ড: ২০/০২/২০২০
রিপোর্ট: আব্দুল মোমেত রুমেল
ফ্রান্সে বসবাসরত কুলাউড়া উপজেলা বাসীর আয়োজনে ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার প্যারিসের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে ফ্রান্স প্রবাসী মিছবাহ উদ্দিনের বড় ভাই কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী সদ্য প্রয়াত মরহুম মুজিব উদ্দিনের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বিশিষ্ট কমিউনিটি নেতা পারভেজ রশিদ খানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সাহান সহিকের পরিচালনায় উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও অভার ভিলা জামে মসজিদের খতিব সালেহ আহমেদ চৌধুরী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি জনাব ওবায়দুল ইসলাম রিয়াদ ,বিয়ানীবাজার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ,সাবেক ছাত্রনেতা সামদ খান রাজু,সাবেক ছাত্রনেতা মিসবাহ উদ্দিন আহমেদ, এছাড়াও বক্তব্য রাখেন আমিনুল ইসলাম চৌধুরী , সুজা চৌধুরী ,মাহতাব হোসাইন ,বাবুল আহমদ, খালেদুর রহমান,আজাদুর রহমান,দীপক বিশ্বাস,জাভেদ আহমদ, হাসনাত মোর্শেদ,জাকির হোসেন ,আতিক আহমদ, ফুয়াদ করিম,রাজন আহমদ ফরহাদ আহমদ প্রমুখ।
উক্ত শোক সভায় উপস্থিত সবাই ফ্রান্স প্রবাসী মিছবাহ এবং তার পরিবারের প্রতি দুঃখ ও সমবেদনা জানান ।এ সময় বক্তারা বলেন আমরা যারা প্রবাসে আছি আপনজন হারানোর যে কত কষ্ট, “যে হারায় সে বুঝে এই ব্যাথা” তাই আমাদের সবার হিংসা বিদ্বেষ সবকিছু প্রবাসের মাটিতে ত্যাগ করে একে অন্যের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে বিপদে-আপদে সবাই সবার পাশে থাকা উচিত ।

শোক সভা শেষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং উপস্থিত সবাই মহান আল্লাহ তা’আলার কাছে হাত দুটি তুলে প্রার্থনা করেন ফ্রান্স প্রবাসী মিছবাহ উদ্দিন এর বড় ভাই কে যেন মহান আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন।পরিশেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয় ।