
বাংলা প্যারিস ওয়ার্ল্ড : ০২/১১/২০২১ ইংরেজী
মানবতা শেষ হয়ে যায়নি,ভালোবাসায় ভালো থাকুক আমাদের পৃথিবী

চলার পথে মাঝে মাঝে পৃথিবীর এই সুন্দর দৃশ্যগুলো খুব কাছ থেকে দেখলে মনে হয় ‘মানুষ মানুষের জন্য’ কথাটা সম্ম্পূর্ণভাবে সঠিক। মানবতা মানুষের মাঝে থেকে হারিয়ে যায়নি এখনও,তাইতো পৃথিবী এখনও বেঁচে আছে।
বর্তমান পৃথিবীর মানুষ করোনা ভাইরাসের ফলে যখন বিপর্যস্ত,তখন মানবতার অবস্থা কী? নিজস্ব অভিঙ্গতায় পরিবারের এই দু:সহ মুহূর্তের সময় মানবতার উজ্জল দৃষ্টান্তও দেখতে পেয়েছি।ওই মুহূর্তে মনে হয়েছিল মানুষ প্রতিটি ঘরে জ্ন্মগ্রহন করে,তবে মানবতা জন্ম নেয় মাত্র কয়েকটি ঘরে।
মানবতা হোক মানুষের জন্য।আবার কিছু মানুষ নিকৃষ্ট অপ্রত্যাশিত ঘটনা রটিয়ে যায় যা পৃথিবী নির্বাক হয়ে তাকিয়ে রয় জানান দেয় তবে মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়?পৃথিবী জানান দেয় জেগে ওঠো মানবতা।
যখন মানবতা হারিয়ে যাবে তখন আমরা নিজেদের মানুষ হিসাবে পরিচয় দেয়ার কোনো অধিকারই রাখবো না।নাহ্ হারায়নি সে অধিকার এখনোও,তাইতো প্রচন্ড বৃষ্টিতে রিক্সাওয়ালার মাথার উপর ছাতাটা বাড়িয়ে দিয়ে,ফুচকাওয়ালা অসহায় হাতবিহীন রাস্তায় পড়ে থাকা লোককে ফুচকার স্বাদের সাথে পরিচিত করিয়ে দিয়ে,রোদে পোড়া দুটি পায়ের কষ্ট চশমার ভিতর থেকেও শিক্ষিত মানবের চোখ এড়াতে পারেনি,তবে এই সুন্দর দৃশ্যগুলো আবারও মনে করিয়ে দেয় মানুষ সৃষ্টির সেরা জীব।
আমরা হয়তো সকলকেই সাহায্য করতে পারবো না,তবে আমরা কাউকে না কাউকে সাহায্য করতে পারবো।আর এটাই হলো মানবতা।
Recent Comments