
বাংলা প্যারিস ওয়ার্ল্ড: ২৩/০১/২০২০
সোনাই
আফরোজা পারভীন
চান্দের পানে চাইয়্যা দেখি
সোনাইরে তোর মুখ,
তোখে লিয়্যা ঘর বাইধবো
যতই বাধা আসুক।
কেমন কইর্যা চইলবেরে ঘর
হিসাব দূরে থাক,
ভালোবাইস্যা আমাখে তুই
বুকের মইধ্যে রাখ।
দখিন হাওয়া বইয়্যা চলে
সোনাইরে তুই কই?
তোর মুখটা দেখবো বইল্যা
নিশি জাইগ্যা রই।
এক সাগরের তৃষা বুকে
খুঁইজ্যা ফিরি তোখে,
তোর কারণে উতল হইল্যাম
মন্দ বইলছে লোকে।
তোর মনের মন্দিরে তুই
আমাখ ধইর্যা থাক,
ভালোবাইস্যা আমাখে তুই
বুকের মইধ্যে রাখ।
মিলনেরই গান গাহাবো
সোনাই তোখে লিয়্যা,
ঘঙুর পায়ে নাইচবো দুইজন
পাহাড় তলি গিয়্যা।
জংলী ফুলের মালা গাঁইথ্যা
পরাই দিব গলে,
কোমর ধইর্যা নাইচবো দুইজন
বলুক যে যা বলে।
এমনো নীরবো রাইতে
আমার পাশে থাক,
ভালোবাইস্যা আমাখে তুই
বুকের মইধ্যে রাখ।
Such a splendid poem. I loved it very much.
No doubt AFROJA PARVEEN is our big poet.
We are proud of her. Thanks for sharing us.
FAYSAL Ayyub
Paris, France